• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুর সাজছে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা স্মরণে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

মুক্তিযুদ্ধের গৌরবগাঁথাকে স্মরণীয় করে রাখতে ইতিহাস-ঐতিহ্যের মিশেলে পরিকল্পিতভাবে সাজানো হচ্ছে মাদারীপুর জেলাকে। শহরে ঢুকতেই চোখে পড়বে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও দৃষ্টিনন্দন ভাস্কর্যসহ বিভিন্ন চিত্র। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতেই এই পদক্ষেপ বলে জানান সংশ্লিষ্টরা। লোহার অবকাঠামোর ওপর পাথরের ঢালাইয়ে নির্মিত নৌকায় চড়ে মুক্তিযোদ্ধাদের অপারেশনের চিত্র, আবার কোথাও বা অস্ত্র হাতে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার ভাস্কর্য। রয়েছে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ, অগ্নিঝরা ৭১, সড়ক ৭১, ৭১ চত্ত্বরসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য। এমন দৃশ্য চোখে পড়বে মাদারীপুরের ৪টি উপজেলার বিভিন্ন স্থানে । এ সব ভাস্কর্যের ওপরের অংশে সাদা, ধুসর কিংবা সোনালি রঙের ব্যবহার করা হয়েছে। ভাস্কর্যগুলোকে নারী ছাড়াও বুদ্ধিজীবী, কৃষক ও ছাত্র, সশস্ত্র মুক্তিযোদ্ধার প্রতিকৃতি রয়েছে। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও এর অবদান তুলে ধরতে মৃনাল হক, মানিক বিশ্বাসসহ বিভিন্ন শিল্পীর নিপুণ হাতে এগুলো গড়ে তোলা হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধের স্মৃতি যাতে হারিয়ে না যায় এজন্য জেলার প্রতিটি মোড়ে মোড়ে আরো ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা জানান মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান। মাদারীপুরের বিভিন্ন স্থানে শতাধিক মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এরমধ্যে শিবচর উপজেলায় এর সংখ্যা সবচেয়ে বেশি।