• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২  

মাদারীপুর প্রতিনিধিঃ গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ সম্পর্কিত কর্মশালা মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে। পায়াকট বাংলাদেশের সহযোগিতায় বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শিমুল কুমার সাহা।

এ সসময় তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এর সার্বিক কার্যক্রম শক্তিশালীকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও টেকসইকরণে এলজিএসপি-৩ উল্লেখযোগ্য অবদান রাখছে। নারীর ক্ষমতায়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও গ্রামীণ দারিদ্রতা বিমোচনে বিশেষ অবদান রাখছে এই প্রকল্প। পাশাপাশি ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভাকে কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতেও বিশেষ ভূমিকা রাখছে এলজিএসপি-৩।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি অধ্যক্ষ প্রফেসর জামান মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, ওয়ার্কশপ কো অর্ডিনেটর পায়াকট এর শেখ জামান প্রমুখ। কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালার অন্যান্য বক্তারা বলেন, দেশ যে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করেছে, তাকে টেকসই করার জন্য কঠোর নজরদারী রাখতে হবে। এ ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।