• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ডাসার থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২  

মাদারীপুর প্রতিনিধি
নিপীড়িত মানুষের মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানার সাথে একযোগে মাদারীপুরের নবগঠিত ডাসার থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ডাসার থানা ভবন হলরুমে উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাসানুজ্জামান, উপ পরিদর্শক এসআই অখিল রায়, বিশিষ্ট কবি ও সাহিত্যিক দুলাল সরকার, শশিকর কলেজের অধ্যক্ষ দূর্লভানন্দ বাড়ৈ, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন রেজাউল করিম ভাষাই ও প্রধান শিক্ষক সুনীথ কুমার তালুকদারসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।  

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাসানুজ্জামান বলেন, মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলে নিপীড়িত মানুষের পক্ষে। সারাটি জীবন তিনি চেয়েছেন গরীবের কল্যাণ। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ছিল তার অসীম ভালাবাসা। বঙ্গবন্ধুে অনুকরণ করে চলেছে তার কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবার মান বৃদ্ধির জন্য দেশের প্রতিটি থানাসহ সরকারি সমস্ত সেবা কেন্দ্রে সার্ভিস ডেস্ক স্থাপন করবেন। ফলে সরকারি অফিস সমূহে মানবতার এক অন্যন্য দৃষ্টান্ত উপস্থাপন তৈরি হবে।