• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে কৃষকদের প্রশিক্ষণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২  

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ডাল ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল, বীজ সংরক্ষণ এবং প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মিলনায়তনে দিনব্যাপী এক প্রশিক্ষণ দেওয়া হয়।

মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পরিচালক (গবেষণা ) ড. মো. তারিকুল ইসলাম। প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা নন্দ দুলাল কুন্ডু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ,  প্রিয়াংকা চক্রবর্তী, শাহিন মাহমুদ।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানি অংশ নেন। প্রশিক্ষণে বারি মুগ ডাল-৬ জাতের উপর কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়। রবি মৌসুমের শেষে ও পাট চাষের মধ্যবর্তী সময়ে বারি মুগ ডাল -৬ চাষাবাদ করা যায়।

কৃষকদের মান উন্নয়ন ও ভাল ফসল উৎপাদনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম বলেন, ‘ডাল উৎপাদনে কৃষক ভাল করছে। বাংলাদেশি ডালের চাহিদা সারা বিশ্বে থাকায় আমরা কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছি। ফলে কৃষক ভাল ফলন পাচ্ছে। একই সঙ্গে আগের তুলনায় ফলনও বেড়েছে। আগামী আরো ফলন বৃদ্ধি করতে আমাদের প্রশিক্ষক বা গবেষকরা প্রতিনিয়ত কাজ করছে।