• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ইউক্রেনে জাহাজে রকেট হামলা: মেরিন ইঞ্জিনিয়ার মৌ’র শাজাহান খানের সাথে সাক্ষাৎ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২২  

মাদারীপুর প্রতিনিধি

ইউক্রেনে রকেট হামলার শিকার বাংলাদেশী জাহাজ বাংলার সমৃদ্ধিতে থাকা ফারজানা ইসলাম মৌ দেশে ফিরে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের সাথে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের জেলা প্রশাসনের কার্যালয়ে সাক্ষাৎ করেন মৌ ও তার পরিবারের সদস্যরা।

এ সময় স্থানীয় সংসদ সদস্য শাজাহান খান ও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন মেরিন ইঞ্জিনিয়ার মৌ’র ভুয়সি প্রশংসা করেন। এ সময় মৌ’র বাবা ফকরুল ইসলাম ও তার মা মাহামুদা বিউটি উপস্থিত ছিলেন। মৌ মাদারীপুরের রাজৈর পৌরসভার বেপারীপাড়া এলাকার ফকরুল ইসলামের মেয়ে।

জানা যায়, মৌ ২০১৫ সালে রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকার একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ শেষে চট্টগ্রাম মেরিন একাডেমিতে ৫৪তম ব্যাচে ভর্তি হয়। লেখাপড়া শেষে ইন্টারনি করার জন্য এক বছর আগে বাংলার সমৃদ্ধি জাহাজে বিভিন্ন দেশে অবস্থান করে। সর্বশেষ তুরস্ক থেকে রওনা হয়ে ২২ ফেব্রুয়ারি জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ২৩ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ায় জাহাজটি বন্দর ত্যাগ করতে পারেনি। পরে ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা চালায় রাশিয়া। সে হামলায় বাংলাদেশের বরগুনা জেলার বেতাগী উপজেলার হাদিসুর নিহত হয়। জাহাজে বাংলাদেশী আরও ২৮ জন ছিল। এরপর ৩ মার্চ সকালে মৌ নিজ ফেসবুক আইডিতে লাইভে এসে বিপদের কথা জানিয়ে নিজেদের নিরাপদে নিয়ে যাওয়ার আকুতি জানায়। পরে ওইদিন রাতে একটি বোর্ট এসে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এরপর বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাংলাদেশ সরকারের সহযোগিতায় গত ৯ মার্চ ২৮ জনকে দেশে ফিরিয়ে আনে। মৌ ফিরে আসায় পরিবারে স্বস্তিঃ ফিরে এসেছে।