• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বিশ্ব বসতি দিবস পালিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

মাদারীপুর প্রতিনিধি:

“নগরায়ন কর্মপন্থা প্রয়োজনকারি কার্বন মুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগানের মধ্য দিয়ে মাদারীপুরে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আজহারুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, সাংবাদিক জহিরুল ইসলাম খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সরকার পরিকল্পিত আবাসনের মাধ্যমে ভবিষ্যতের উন্নত নগরায়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। সরকার সবার জন্য আবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। 

সবার জন্য আবাসন নিশ্চিত করাসহ বাসযোগ্য ও নিরাপদ আবাসস্থলের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১৯৮৫ সালে জাতিসংঘ বিশ্ব বসতি দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়। ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে বিশ্ব বসতি দিবস পালিত হচ্ছে।