• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে জেলা প্রশাসকের নির্দেশে ড্রেজার ধ্বংসের অভিযান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ জুন ২০২১  

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে জেলা প্রশাসকের নির্দেশে একযোগে সদর উপজেলার কয়েকটি স্থানে অবৈধ ড্রেজার ধ্বংসের অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযানের নেতৃত্বে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার, ভুমি কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট। মঙ্গলবার দিনব্যাপী জেলার সদর উপজেলার অন্তত ১০টি এলাকায় এ অভিযান পারিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, জেলার আড়িয়াল খা ও ‍কুমার নদের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ বালু উত্তোলেন কাজ। স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে এক যোগে জেলা সদরের বেশ কয়েকটি স্থানে অভিযানে নামে জেলা প্রশাসনের তিনটি ভ্রাম্যমাণ আদালত। একটি পরিচালিত হয় উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াসের নেতৃত্বে। এ ছাড়াও মাদারীপুর সদর উপজেলার এসিল্যান্ড হোসনেয়ারা তন্নির ও জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বেও অভিযান চালানো হয়। অভিযানকালে ৪টি ড্রেজার ধ্বংসও ১টি ব্যাটারী জব্দ করা হয়। এ ছাড়াও ড্রেজারের সঙ্গে ব্যবহৃত একাধিক পাইপও ধ্বংস ভেঙ্গে ফেলা হয়।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস বলেন, শহরের বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে পুকুর, নালা ভরাট করছেন একটি কুচক্রী মহল এমন তথ্য পেয়ে শহরের কুলপদ্দি, বকুলতলা, ঝাউদি, কালিখোলা, এবং নতুন বাসস্টান্ড এলাকায় ড্রেজার ধ্বংসে কঠোর অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের তিনটি টিম অভিযান পরিচালনা করে। অবৈধ ড্রেজার ধ্বংসের ব্যাপারে প্রশাসন অভিযান অব্যাহত থাকবে।