• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুকে অপহরণ, গ্রেফতার-৪

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে বিস্কুট খাওয়ানোর কথা বলে ৫ বছর বয়সী শিশু রায়হান মুন্সিকে অপহরণের অভিযোগ উঠেছে তার চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চারদিন পর গতকাল শুক্রবার জামালপুর জেলার সদর রেল স্টেশনের পাশে একটি হোটেল থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে শিবচর থানা পুলিশ। শনিবার দুপুরে জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সংবাদ সম্মেলনে এসব কথা জানায়।

সুপার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার সন্যাসীচর ইউনিয়নের চরগুপ্তেরকান্দি মো. শাহজাহান মুন্সির সঙ্গে তার চাচাতো ভাইদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৩ মার্চ শাহজাহান মুন্সির ছেলে রায়হানকে বিস্কুট খাওয়ানোর কথা বলে অপহরণ করে তারই চাচা বিল্লাল মুন্সি। অপহরণের বিষয়টি বুঝতে পেরে শাহজাহান মুন্সি শিবচর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে শিবচর থানার পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে শুক্রবার সকালে পুলিশ অভিযান চালিয়ে জামালপুর জেলার সদর রেল স্টেশনের পাশে একটি হোটেল থেকে রায়হানকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত বিল্লাল মুন্সি, রাসেল, ছালাম মুন্সি ও শিরিনা আক্তারকে আটক করা হয়।

জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘অপহরণের ঘটনায় শিবচর থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’