• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ

করোনাকালে ত্রাণ আত্মসাৎকারীদের দমন করা হবে: শাজাহান খান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

মাদারীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান বলেছেন, ‘করোনা মোকাবেলায় অসহায় প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। আর যারা ত্রাণ নিয়ে অনিয়ম করে আত্মসাৎ করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীও এ ব্যাপারে আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন।’
বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর শহরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আগে কনোরাভাইরাস প্রতিরোধ কমিটির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাস মহামারী আকার ধারণ করলেও বাংলাদেশ সরকারের প্রস্তুতির কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘দেশে করোনার প্রভাব বর্তমানে স্থিতিশীল রয়েছে, এর মানি এই নয় যে, আমরা শঙ্কা মুক্ত। আমাদের প্রতিটি মানুষকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাদেরও ব্যাপারে প্রশাসন কঠোর হবে।’

শাজাহান খান বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় জনগণকে আরো এক বছর সচেতন থাকাতে হবে। সকলকে প্রস্তুতি নিয়ে ঝুঁকিমুক্ত থাকতে হবে। করোনা মোকাবেলা করে জনগণকে সুরক্ষিত রাখতে প্রশাসনেরও ব্যাপক প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে।’

হাসপাতালগুলোয় সব ধরণের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে জানিয়ে সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, হাসপাতালে সব বিভিগে আমাদের চিকিৎসকরা সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। কোন ব্যক্তি আতঙ্ক না হয়ে হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিতে পারবে। আমাদের ডাক্তারদের পিপিই সংকট থাকলেও এখন নেই। এছাড়া বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে যাতে করোনাভাইরাসের পরীক্ষা করা যায় সে বিষয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজহারুল ইসলাম প্রমুখ।