• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

মাদারীপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের ৫টি উপজেলায় পৃথকভাবে উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজারো বছরে শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার সকালে জেলা ও উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন ও পৃথকভাবে ৫টি উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মসীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক  ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেনী পেশা মানুষ শ্রদ্ধা জানান।

পরে জেলা ও উপজেলা পৃথকভাবে জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু জন্মবার্ষিকীকে কেক কাটা হয় ও শিশু সমাবেশ করা হয়।