• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ভোলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

ভোলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান, জেলা পুলিশ  সুপার, মুক্তিযোদ্ধা  সংসদ, ভোলা জেলা আওয়ামীলীগ সহ সর্বসাধারণ বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে পুষ্পস্তবক  অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জেলা পরিষদের কার্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান। এদিকে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিনে নানা কর্মসূচি পালন করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভ, জেলা পরিষদের হলরুমে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা,উপস্থিত বক্তৃতা, বঙ্গবন্ধু সাজে সেজেছে শিশুরা।

পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে পরিষ্কার বিতরণ করেন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু,সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু,নজরুল ইসলাম  গোলদার সহ আরো অনেকে। এসব প্রতিযোগিতায় অংশ নেয় কয়েক শতাধিক শিশু।