• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ভিন্ন স্বাদের মালাই ফুলকপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

বাজারে এখন বিভিন্ন রকমের সবজি উঠেছে। এই সব সবজির মধ্যে একটি হলো ফুলকপি। এই ফুলকপি আমরা বিভিন্ন ভাবে রান্না করে খেয়ে থাকি। মাছ দিয়ে, ডিম দিয়ে। তবে কখন মালাই ফুলকপি রান্না করে খেয়েছেন কি? না খেয়ে থাকলে আজই রান্না করে খেতে পারেন। মালাই ফুলকপি খেতে খুবই সুস্বাদু। রান্না করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক মালাই ফুলকপি রান্নার রেসিপিটি-   

উপকরণ: ফুলকপি একটি, পেঁয়াজ কুচি আধ কাপ, কারিপাতা ছয়টি, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, নারকেলের দুধ এক কাপ, সরিষা এক চা চামচ, মরিচ গুঁড়া আধ চা চামচ, সরিষার তেল তিন টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদ মতো, ফ্রেশ ক্রিম দুই চামচ। 

প্রণালী: প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে সরিষা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। গুঁড়া মশলা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। এরপর আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলায় দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে নারকেলের দুধ মিশিয়ে দিন। স্বাদ মতো লবণ, চিনি দিয়ে ঢেকে দিন। মিনিট দশেক পরে ঢাকনা খুলে ক্রিম মিশিয়ে দিন গরম ভাত কিংবা লুচি পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মালাই কপি।