• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বৃষ্টির দিনে রসুই ঘর

মাছের স্টেক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

খাদ্য তালিকায় সবার কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে বিফ স্টেক। খেতে সুস্বাদু, এই রেসিপি যে কোন মাছ দিয়েও তেরি করা যায়। তবে, কাটা কম এমন মাছ দিয়ে তৈরি করলে খেতে সুবিধা হবে। কোন ঝামেলা ছাড়াই মাত্র ২০ মিনিটে ঘরে তৈরি করা যাবে মাছের স্টেক। চলুন জেনে নেই কীভাবে তৈরি করা হয় এই রেসিপি। 

উপকরণ:

>২ টুকরা কাঁটা ছাড়া মাছ (বড় মাছ লাগবে, কোরাল, ভেটকি, আইড়, বা টুনার টুকরা নিতে পারেন) 

>লবণ- পরিমাণমতো

>কমলা বা লেবুর রস- আধ কাপ

>লালমরিচ গুঁড়া- ১ চা চামচের চারভাগের এক ভাগ

>বাটার – আধ টেবল চামচ

>অলিভ ওয়েল – ১ চা চামচ

>আস্ত গোল মরিচ – ১ চা চামচ

প্রণালী: 

প্রথমেই লেবুর রস, কালো লালমরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে রাখুন পাঁচ মিনিট।  এরপর চুলায় ফ্রাইপ্যান দিয়ে বাটার ও অলিভ ওয়েল একসঙ্গে মাঝারি আঁচে গরম করুন। তেলে আস্ত গোল মরিচ ছেড়ে দিন। মরিচ ভাজা হয়ে পপকর্নের মতো ফেটে ফেটে যাবে, সেই তেলে মাছের টুকরো ছাড়ুন। প্রতি পাশ দেড় মিনিট করে ৪ বার ভাজুন।

গরম গরম নামিয়ে যেকোনও সবজি বা স্যুপের সঙ্গে পরিবেশন করুন।