• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: বাহাউদ্দিন নাছিম

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, খুনির দল বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি বিশ্বাস করে না। তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা অস্ত্র গোলা বারুদ বোমা ও রসদ যোগার করছে।
সোমবার দুপুরে মাদারীপুরের রাজৈর ঈদগাহ মাঠে তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি-জামায়াত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা হত্যার রাজনীতি কায়েম করার চেষ্টা করবে। তাদেরকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, আমরা সাংবিধানিকভাবেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন করবো। নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় মানুষ শান্তিতে স্বস্তিতে ভোট দিতে পারে আমরা সে ব্যবস্থা করবো।

তিনি আরো বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশরত্ম শেখ হাসিনা। এটা আমাদের কথা নয়, এটা আমেরিকার একটি সংবাদ সংস্থার ভবিষ্যদ্বাণী করেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, হাওয়া ভবন সৃষ্টি করে তারেক রহমান সন্ত্রাসীদের গডফাদার ও শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন। দেশের টাকা পাচার করে এখন লন্ডনে বসে আরামে বিলাসবহুল জীপনযাপন করছেন। বিএনপি
চোর নয়, শীর্ষ চোর। দুর্নীতিবাজ নয়, কুখ্যাত দুর্নীতিবাজ।

তিনি বলেন, যারা মানুষকে পুড়িয়ে মেরে স্বার্থ হাসিল করতে চায়, তারা কখনও জনগণের সেবক হতে পারে না। বিএনপি-জামায়াত নির্বাচনে বিশ্বাস করে না, এটার একটাই কারণ- সেটা হলো-জনগণের প্রতি তাদের কোনো আস্থা নেই। জনগণ বিএনপিকে বিশ্বাস করে না।

রাজৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেকান্দার আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে এবং রাজৈর পৌর মেয়র নাজমা রশীদ প্রমুখ।