• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে চেয়ারম্যান পদে ফারুক নির্বাচিত, বাকি দুটিতে লড়বেন ৫ জন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  


মাদারীপুরের কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে কালকিনিতে চেয়ারম্যান পদে মীর গোলাম ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। অপর দিকে শিবচর উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন ও রাজৈর উপজেলায় চেয়্যারম্যান পদে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, শিবচরে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে মো. মোসলেম উদ্দিন খান ও মো. আওয়ামী লীগ থেকে সামসুউদ্দিন খানের মনোনয়ন যাছাইবাছাইয়ে টিকেছে। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বিএম আতাউর রহমান ও মো. তোফাজ্জেল হোসেন খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা আক্তার ও মোহসিনা আক্তার লিমার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

রাজৈর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে আঃ মোতালেব মিয়া, স্বতন্ত্র থেকে সজল কির্তনীয়া ও মহসিন মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরা হলেন, কাওছার মোল্লা, গৌর হরি রায়, শান্তি দাস, শেখ ফজলুল হক বাবুল ও পংকজ কুমার বাবুর্চী। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের মনোনয়ন বৈধ হয় তারা হলেন, সেলিনা আক্তার ও তাহমিনা হিরা।

কালকিনি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রার্থীর মনোনয়ন পত্রের বৈধতা পায়। তারা হলেন, ইকবাল হোসেন, নিতাই চক্রবর্তী, ইলিয়াস হোসেন, আমিন মিজানুর রহমান, মোহাম্মদ আলী, শাহজালাল হাওলাদার, শহিদুল ইসলাম, বেল্লাল হোসেন ও মোহাম্মদ আসাদুজ্জামান জামাল। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী নাসরিন, আরিফা আক্তার, তাছলিমা বেগম, শান্তা ইসলাম ও চায়না খানের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদের রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদের রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, তৃতীয় ধাপে জেলার কালকিনি, শিবচর ও রাজৈর উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে। এই তিনটি উপজেলার মধ্যে কালকিনিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মীর গোলাম ফারুক নির্বাচিত হতে যাচ্ছেন। শিবচর উপজেলায় ২ জন ও রাজৈর উপজেলায় ৩ জনের চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধতা পায়। বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত যাচাই-বাছাই শেষে ভাইস চেয়ারম্যান পদে কালকিনিতে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন। শিবচর উপজেলায় ভাইস চেয়্যারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন। আর রাজৈর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।