• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরের পদ্মানদী থেকে ১৪ জেলে আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে সোমবার(১৯ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ১৪ হাজার মিটার জাল জব্দ করা হয়।

জানা গেছে, মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে সোমবার বিকেল ৩ টার দিকে শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ কালেক্টর মাহবুবুল হক। এসময় মাছ ধরার অপরাধে ১৪ জন জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ১৪ হাজার মিটার ইলিশ ধরার জাল। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। তাছাড়া আটককৃত জেলেদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এবং থানা ও নৌপুলিশ সদস্যরা অংশ নেন।

মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান,'সোমবার বিকেলে অভিযান চালানো হয় পদ্মায়। এ সময় মাছ ধরতে থাকা অবস্থায় নদীর বিভিন্ন স্থান থেকে জেলেদের আটক করা হয়। দিনরাত আমাদের অভিযান চলবে।'