• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈর হানাদারমুক্ত দিবস আজ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

মাদারীপুরের রাজৈর হানাদারমুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর তিন শতাধিক মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে শত্রুমুক্ত হয় রাজৈর। এদিন মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে পর্যুদস্ত হয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে পালিয়ে যায় পাক হানদার বাহিনী। মুকসুদপুরের ছাগলছিড়ায় বন্দী হয় ১৩৫ জন। 

যুদ্ধের সময় রাজৈরের কমলাপুর, পাখুল্যা, লাউসর, কদমবাড়ি, মহিষমারী, ইশিবপুর, কবিরাজপুরসহ বিভিন্ন এলাকায় ক্যাম্প বসিয়ে নিরীহদের উপর অত্যাচার চালায় পাক বাহিনী ও তাদের দোসররা। পুড়িয়ে দেয় কয়েক হাজার ঘরবাড়ি। খালিয়ার সেন্দিয়ায় ক্ষেত-ঝোপে পালিয়ে থাকা ১৩১ জন নিরপরাধকে হত্যা করে।

১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাক বাহিনীর সঙ্গে রাজৈর বড় ব্রিজ, আমগ্রাম ব্রিজ ও টেকেরহাট ব্রিজে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা। সকাল সাতটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে যুদ্ধ। মরণপণ লড়াইয়ে পরাস্ত হয়ে ৩ ডিসেম্বর মধ্যরাতে রাজৈর ছাড়ে হানাদাররা।

১৩১ জন মুক্তিকামীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেন্দিয়ায় নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ। 

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ বলেন, জীবন বাজি রেখে রাজৈরকে শত্রুমুক্ত করা অনেক মুক্তিযোদ্ধা মারা গেছেন।