• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণ বিষয়ে অবহিতকরণ সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯  

 

‘ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’ এই স্লোগানকে সামনে রেখে মাদীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয় নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ইলিয়াছ আহম্মেদ চৌধুরী অডিটোরিয়াম ভবনে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইউনিয়নের উপ-সরকারী কমিউনিটি মেডিকেল অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ন-সচিব) আবদুল্লাহ সাজ্জাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপ-পরিচালক তৃপ্তি বালা, শিবচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সত্যজিৎ রঞ্জন রায়, শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান প্রমুখ। 
সভায় গর্ভবতী মায়েদের গর্ভকালীন, গর্ভোত্তর, প্রাতিষ্ঠানিক প্রসব সেবা এবং প্রসব পরবর্তী সময় পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয় দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়।