• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে এলসিএফ কর্মীদের মাঝে সিসিআরআইপির লভ্যাংশ বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কোষ্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প (সিসিআরআইপি) এর লভ্যাংশ বিতরণ করা  হয়েছে ।

সোমবার উপজেলা আসমত আলী খান অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ লভ্যাংশ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি   মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক নৌ-মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, এম.পি, উপজেলা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোতালেব মিয়া ও রাজৈর সিনিয়র সহকারী প্রকৌশলী মাজেদ মিয়া ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র শামীম নেওয়াজ, উপজেলা প্রকৌশলী কাজী মাহামুদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
রাজৈর উপজেলায় এলসিএফ কর্মীদের মাধ্যমে ৮টি বাজারের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এই লক্ষ্যে বাজারের ৩৩ জন এবং কোদালিয়া বাজারের ২৫ জনসহ মোট ৫৮ জনকে গড়ে ৯ হাজার টাকা করে এই লভ্যাংশ দেয়া হয়েছে।