• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

এই শীতে রুক্ষ ত্বক কোমল করতে যা করবেন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪  

এই শীতে রুক্ষ ত্বককে কোমল করতে, চেহারায় সজীবতা ফেরাতে নিজের যত্ন নেওয়ার বিকল্প নেই। সবসময় আপনাকে পার্লারে যেতে হবে তা নয়। হাতের সামনে থাকা কয়েকটি জিনিস দিয়ে বাড়িতেই আপনি যত্ন নিতে পারেন ত্বকের।
তবে অনেকেই জানেন না, কিভাবে রুক্ষ ত্বকের যত্ন নেবেন। সহজ ও প্রাকৃতিক উপায়েই মলিন চেহারায় সজীবতা ফেরানো যায়।

১। দুধের সর ত্বককে কোমল করে তুলতে সাহায্য করে। নিয়মিত গোসলের আগে দুধের সর ব্যবহার করতে পারেন।

২। নিয়মিত গোলাপ জল ব্যবহার করতে পারেন। গোলাপের জল ত্বককে ভেতর থেকে আর্দ্রতা জোগাতে সাহায্য করে।

৩। শীতে অবশ্যই ত্বকে গ্লিসারিন ব্যবহার করুন। এতে ত্বক হবে সুন্দর ও ঝলমলে। রোজ স্নানের পর গোটা শরীরে গ্লিসারিন মাখুন।

৪। নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করুন। এতে ত্বকের কোমলতা ফিরবে ও খসখসে ভাব ও নিমেষে দূর হবে।

৫। মধু ব্যবহার করুন। এই মধু ত্বককে খসখসেভাব থেকে রক্ষা করে। বেসনের সঙ্গে মধু মিশিয়ে মাখুন কাজ হবে।