• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে: যুক্তরাষ্ট্র

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ মার্চ ২০২৪  

ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এমনকি আমেরিকার নিরাপত্তাও হুমকির মুখে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয় , মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মঙ্গলবার সতর্ক করে বলেছেন, ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। তবে তারা ইউক্রেনকে হারতে দেবে না বলেও জানান তিনি।

রয়টার্স বলছে, ইউক্রেনকে সমর্থনকারী প্রায় ৫০টি মিত্র দেশের অংশগ্রহণে জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা কন্টাক্ট গ্রুপ (ইউডিসিজি) নামে পরিচিত একটি মাসিক বৈঠকের নেতৃত্ব দিচ্ছেন অস্টিন।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, আজ ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে এবং আমেরিকার নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, মার্কিন নিরাপত্তা সহায়তা এবং গোলাবারুদ সরবরাহ সচল রাখার জন্য আমি আজকে এখানে এসেছি। এটি ইউক্রেনের জন্য টিকে থাকা এবং তাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার বিষয় এবং একই সঙ্গে এটি আমেরিকার জন্য সম্মান ও নিরাপত্তার বিষয়।

অবশ্য ওয়াশিংটন কীভাবে অতিরিক্ত তহবিল ছাড়া ইউক্রেনকে সহায়তা করবে তা বলেননি অস্টিন।

কর্মকর্তারা বলছেন, সহায়তার জন্য তহবিলের অভাব এরই মধ্যে ইউক্রেনের যুদ্ধে প্রভাব ফেলছে। সেখানে রাশিয়ান সেনারা এগিয়ে যাচ্ছেন, আর ইউক্রেনীয় বাহিনীকে দুষ্প্রাপ্য সম্পদ ব্যবহার করতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি আমাদের মিত্ররা আমাদের তহবিল পরিস্থিতি সম্পর্কে এবং ইউক্রেনীয়রা অন্যের চেয়েও বেশি সচেতন। কারণ ঘাটতির কারণে আমরা তাদের সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারছি না।’