• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শেখ রাসেলকে নিয়ে সুস্মিতা সাহার গান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯  

‘সেই অবুঝ শিশুর চোখে নতুন সকাল দেখা, সেই সকালের নাম বাংলাদেশ, সেই অবুঝ শিশুর চোখে নতুন আকাশ দেখা, সেই আকাশের নাম বাংলাদেশ’ এমন কথার একটি গান গেয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠে গায়িকা সুস্মিতা সাহা। সুজন হাজং এর লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন যাদু রিছিল।

সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে এস এইচ গ্লোবাল টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে সুস্মিতা সাহা বলেন, ‘সুজন হাজংয়ের গানের কথা খুব চমৎকার । এই গানটির প্রতিটি শব্দের গাঁথুনি খুব সুন্দর । গানটি গাইতে পেরে খুব ভালো লাগছে । শেখ রাসেলকে নিয়ে এটিই আমার প্রথম গান । এই গানের মধ্যদিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত।’

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘রাসেল আমাদের বাংলাদেশ শিরোনামের এই গানটি মধ্য দিয়ে আমি শেখ রাসেলের প্রতিচ্ছবি বাংলাদেশের মাঝে উপস্থাপন করেছি ।

আবহমান গ্রামবাংলার চিত্রে যেন আমরা রাসেলকে দেখতে পাই । রাসেল আমাদের বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে । তাকে স্মরণ করেই আমার এই গানটি লেখা। আশাকরি গানটি সবার ভালো লাগবে।’