• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

নিষেধাজ্ঞায় অভয়াশ্রমে মাছ শিকার ১৪ জেলের কারাদন্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪  

নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাল ফেলার অপরাধে পটুয়াখালীতে ১৪ জেলেকে ৭ দিনের কারাদন্ড ও ৪ জেলেকে ৮ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। সোমবার জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তেঁতুলিয়া নদীতে অভিজান চালিয়ে জেলেদের এ দন্ড দেয়া হয়। জেলা সিনিয়র মৎস কর্মকর্তা কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কামরুল ইসলাম বলেন, মার্চ এপ্রিল দুইমাস ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার অংশে মাছের অভয়াশ্রম রক্ষায়  মাছ ধরার উপর নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা সফল করার লক্ষ্যে জেলেদের সচেতন করা সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময়ে মাছ শিকার না করলে প্রজননের পাশাপাশি  মাছ বৃদ্ধির সুযোগ পাবে। এতে নদ নদীতে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে এবং জেলেরা পরবর্তীতে প্রচুর পরিমাণ মাছ পাবে। অধিকাংশ জেলেরা মৎস্য বিভাগের সঙ্গে একমত পোষণ করে নিষেধাজ্ঞা কালীন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকে। কিন্তু কিছু দুষ্ট চক্র অধিক লাভের আশায় অথবা অভাবের তাড়নায় এ সময় জাল ফেলে। অভিযান চালিয়ে আমরা তাদের জাল ধ্বংস করা সহ তাদের আটক করে সাজা বা জরিমানা করে থাকি।

এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে  জেলার বাউফল উপজেলার ৮ জন দশমিনা উপজেলার ৬ জন এবং গলাচিপা উপজেলার ৪ জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা ও জরিমানা করা হয়। নিষেধাজ্ঞা কালীন সময়ে এ অভিযান অব্যাহত থাকবে।