• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

জুতার ভেতরে লুকানো ছিল ৭২ লাখ টাকার সোনা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪  

যশোরের শার্শায় জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত ৬টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটক সোনার মূল্য প্রায় ৭২ লাখ ৮ হাজার ২৫৬ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন

রোববার রাতে গোগা সীমান্তের পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে থেকে ওই যুবককে আটক করে বিজিবি। আটক পাচারকারী চয়ন হোসেন শার্শা উপজেলার গোগা গাজিপাড়ার  নুরুজ্জামানের ছেলে।

মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, সীমান্ত দিয়ে সোনার বারের একটি চালান ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবির টহলদল সীমান্তের গোগা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের সামনে গোপনে অবস্থান করে। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যানে করে সীমান্তের দিকে যাচ্ছিলেন সোনা পাচারকারী চয়ন হোসেন। আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। প্রথমে তার শরীর তল্লাশি করে কোনো সোনা পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সোনার বারগুলো রয়েছে। এ সময় তার জুতার ভেতরে ৬টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৭০৪ গ্রাম। আটক সোনার  মূল্য ৭২ লাখ ৮ হাজার ২৫৬ টাকা।

খুরশিদ আনোয়ার আরো বলেন, উদ্ধারকৃত সোনার চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।