• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

উজিরপুরে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪  

বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ মার্কেট ও বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে ২ এপ্রিল দুপুর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উজিরপুর উপজেলা পরিষদ মার্কেট ও বন্দরে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় অফিসের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ন খাদ্য পন্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য সংরক্ষন করায় একটি বেকারীকে ৫ হাজার টাকা, আলামিন সরদারের মুদির দোকানে ৪ হাজার টাকা, মাহাবুব আকনের ফলের দোকনে ৩ হাজার টাকা ও এনায়েত ঘরামীর মুদির দোকানে ৩ হাজার টাকাসহ ৪ট প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আলম বখতিয়ার ও উজিরপুর থানার এসআই আলম মামুনসহ প্রমুখ।

এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, এসব ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ন নিত্যপন্য পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।