• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

এবার মামলার আবেদন ‘মাইকোর্ট’ ওয়েব পোর্টালের মাধ্যমে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ জুন ২০২০  

শারীরিক উপস্থিতি ছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে চলছে দেশের বিচার কার্যক্রম। এবার চলমান থাকা এই হাইকোর্টের বেঞ্চগুলোতে ওয়েব পোর্টালের মাধ্যমে মামলার আবেদন পাঠাতে বলা হয়েছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

জারি করা ওই বিজ্ঞপ্তির অনুলিপি অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট দফতরসমূহে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে ও শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি অধ্যাদেশ, ২০২০ এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় কর্তৃক গঠিত বেঞ্চসমূহে নির্ধারিত অধিক্ষেত্রে mycourt ওয়েব পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধে আদালত পাড়া বন্ধ রয়েছে। তাই আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে গত ৯ মে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। পরের দিন দেশের সব অধস্তন (নিম্ন) আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুধু জামিন শুনানির নির্দেশনা জারি করেন সুপ্রিম কোর্ট প্রশাসন।