• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

পদ্মা সেতু চালু হলেও নদীশাসন চলবে আরও এক বছর

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

পদ্মা সেতু চালু হলেও নদীশাসনের কাজ চলবে ২০২৩ সালের জুন পর্যন্ত। বিশ্ব রেকর্ডের চুক্তির কাজের অগ্রগতি এখন ৯৩ শতাংশ। ব্লক দিয়ে নান্দনিকভাবে বাঁধাই করা পদ্মাতীর এখন হয়ে উঠেছে আকর্ষণীয়।

উইকিপিডিয়া বলছে, পানিপ্রবাহের দিক থেকে ভয়াবহ দক্ষিণ আমেরিকার আমাজন, আফ্রিকার কঙ্গোর পর বিশ্বের তৃতীয় খরস্রোতা নদী গঙ্গা তথা পদ্মা। যেখানে প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ঘন মিটার পানিপ্রবাহিত হয়।

নতুন উদ্ভাবনী নির্মাণ কৌশল ব্যবহার করে পদ্মা নদীতে সেতু তৈরিতে সফল হয়েছে বাংলাদেশ। ভাঙনপ্রবণ পদ্মার দুই পাড়ে ১৪ কিলোমিটার নদীশাসন চলছে। যদিও নির্মাণকাজটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ। ২০২০ সালের ৩১ জুলাই ভাঙনের কবলে পড়ে কন্সট্রাকশন ইয়ার্ড। পানিতে ভেসে যায় নানা যন্ত্রপাতির সঙ্গে রেলের স্টেনজার ও রোড স্ল্যাব।

এত চ্যালেঞ্জের পরও সেতু বাস্তবে রূপ নেয়ায় খুশি মানুষ। তারা বলছেন, এই পদ্মা সেতুর কারণে বিশ্বে বাংলাদেশের পরিচিতি আরও বাড়বে। এতে আমরা খুবই খুশি।

পদ্মা শাসনে ব্যবহার করা হয়েছে ৯৬ লাখের বেশি ব্লক ও ৯ লাখ ১৪ হাজার স্কয়ার মিটার বড় পাথর। ড্রেজিং করা হয়েছে ৫ কোটি ৮৯ লাখ ঘন মিটার বালু। ডাম্পিং করা হয়েছে ৮০০ কেজির ৩৪ লাখ ও ২৫ কেজির ১ কোটি ২৭ লাখ জিও ব্যাগ।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের কাজের অগ্রগতি ৯২ শতাংশ হয়ে গেছে। আরও এক শতাংশ হয়ে যাবে শিগগিরই। মাওয়া প্রান্তে ২ কিলোমিটার এবং জাজিরা অংশে প্রায় ১২ কিলোমিটার এলাকায় নদীশাসন হচ্ছে।