• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

দ্রুত এগোচ্ছে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

নারায়ণগঞ্জের সৈয়দপুর মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। সেতুটি নির্মিত হলে ফরিদপুর ও মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রাম ও সিলেটগামী সড়ক যোগাযোগে দুর্ভোগ কমবে। সেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে জানালেন প্রকল্প সংশ্লিষ্টরা।

দেশের প্রশস্ত সেতুগুলির মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের সৈয়দপুর মদনগঞ্জ এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৭ সালে। সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১২৫৩ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৪৮ দশমিক ৮৩ কোটি টাকা।

৬ লেনের সেতুতে চার লেন দ্রুতগামী যান চলাচলের জন্য আর বাকি ২ লেন ধীরগতি যানবাহনের জন্য। এছাড়াও সেতুর উভয় পাশে থাকবে ফুটপাত। সেতুটির নির্মাণ শেষ হলে ফরিদপুর ও মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রাম ও সিলেটগামী যানবাহন চলাচলের পথ অনেকটা কমে যাবে বলে জানান চালক ও স্থানীয়রা।

এরইমধ্যে মূল সেতুর ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান, শীতলক্ষ্যা তৃতীয় সেতু প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

আর প্রকল্প পরিচালক জানান নির্ধারিত সময়েই সেতুর নির্মাণকাজ শেষ হবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের জানুয়ারিতে সেতুটির নির্মাণ শেষ হওয়ার কথা।