• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২  

মাদারীপুর প্রতিনিধি সারাদেশের ন্যায় মাদারীপুরেও ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় তিনি বলেন,মাও শিশুর সেবা নিশ্চিত করতে হবে, প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করতে হবে ও বোঝাতে হবে। বাংলাদেশে মায়ের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব তা হচ্ছে অসেচতনতা ও অনিয়ম নিয়ে আমাদের বেশি বেশি কাজ করে যেতে হবে। এসময় মাতৃমৃত্যু রোধে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি করার পরামর্শ দেন তিনি।

সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক গোলাম মোঃ আজম এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, সরকারি কর্মকর্তা, সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিদর্শিকা, সহকারী, এনজিও প্রতিনিধিসহ অনেকেই।
‘‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’’ প্রতিপাদ্য বিষয়ে ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূরে আলম এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মো: ওয়ালিয়র রহমান। সভায় আগামী শনিবার মা ও শিশু কেন্দ্রে সেবা সপ্তাহের উদ্বোধন ও বিভিন্ন কর্মপরিকল্পনার কথা জানানো হয়। এছাড়াও সদ্য নিয়োগপ্রাপ্ত সবাইকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।