• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে হত্যা মামলার প্রধান আসামি গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ মে ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় এক যুবককে হত্যা মামলার প্রধান আসামি লাকু ঘরামীকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরের শিল্প নগরী এলাকা থেকে লাকুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাকু শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফালুমাদবরেরকান্দি গ্রামের ইউনুছ ঘরামীর ছেলে।

র‌্যাব-৮ সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ১৪ মে শিবচরের ফালুমাদবরেরকান্দি গ্রামের যুবক কালাম ঘরামী (২৯) নামে এক যুবককে হত্যা করে লাশ একটি গাছের সাথে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পরিবারের পক্ষ থেকে ঘটনার দিন শিবচর থানায় একটি হত্যা মামলা করা হলে আসামিদের ধরতে মাঠে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় র‌্যাব। পরে রোববার দুপুরে মামলার প্রধান আসামি লাকুকে গ্রেফতার করে র‌্যাব। পরে শিবচর থানা পুলিশের কাছে আসামীকে হস্তান্তর করা হয়।

জানতে চাইলে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. তাজুল ইসলাম বলেন, ‘মামলা হওয়ার দুদিন মধ্যে আমরা এই ঘটনার সাথে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করেছি। তাকে শিবচর থাকায় হস্তান্তর করা হয়েছে।’