• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪  

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৫৫) নামের এক জেলের জালে এক ধরা পড়ছে ১৩০ মন ইলিশ। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে এ মাছ ধরা পড়ে। শনিবার সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রে নিয়ে আসা হয়। যার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।  

সূর্য মাঝি জানান, বুধবার ১৭ জেলেসহ আল্লাহর দয়া-১ নামের ফিশিং ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। জাল পাতার প্রথম ক্ষ্যাপেই প্রচুর ইলিশ ধরা পড়ে। পুরো মাছ ট্রলারে তুলতে না পারে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসতে বাধ্য হয়।