• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

উজিরপুরে অসহায় দরিদ্র পরিবারের প্রধানমন্ত্রী ঈদ উপহার বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৪  

বরিশালের উজিরপুর উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৫ হাজার ৪শত জন অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের(ভিজিএফ)চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে ৫ এপ্রিল বিকেল ৪ টায় উজিরপুর পৌরসভার ইচলাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে উজিরপুর পৌর মেয়র মো.গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে উজিরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১০ কেজি করে(ভিজিএফ) চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেযারম্যান আ.মজিদ শিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, প্যালেন মেয়র হেমায়েত উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী ও মহিলা কাউন্সিলর রানী বেগম ও আখি খানম প্রমুখ।

পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ করা হবে। এসময় উজিরপুর পৌর মেয়র মো.গিয়াস উদ্দিন বেপারী সাংবাদিকদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল সম্প্রদায়ের লোকজনের ধর্মীয় অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করে আসছে। যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় একটু সহযোগীতায় হয়।