• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

৯২তম অস্কার মনোনয়ন তালিকায় ‘জোকার’র জয়জয়কার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

বিশ্ব সিনেমা অঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। প্রতিবছরের শুরুতেই সবার চোখ থাকে একাডেমি অ্যাওয়ার্ডসের দিকে। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মধ্য দিয়ে শুরু হয় বছরের অ্যাওয়ার্ড আলোচনা। এরপরই অস্কারের মঞ্চ। ‘গোল্ডেন গ্লোব’ মনোনয়নের পর এবার অস্কার প্রকাশ করলো ৯২তম অস্কার নমিনেশনের চূড়ান্ত তালিকা। সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নমিনেশনের চূড়ান্ত তালিকা ঘোষিত হয়।

 

গোল্ডেন গ্লোবের পর দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দৌড়েও সবচেয়ে এগিয়ে থাকল জোকার। পরিচালক জোয়াকিম ফিনিক্সের এই ছবি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ ১১টি বিভাগে নমিনেশন ছিনিয়ে নিয়েছে।

এবছরও অস্কারের দৌড়ে উপেক্ষিত নারীরা। লিটেল ওমেন ছবির জন্য অস্কারের ফাইনাল নমিনেশনের তালিকায় জায়গা পেলেন না পরিচালক গ্রেটা গেরউইগ। অন্যদিকে সোমবার ইতিহাস রচনা করল দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট। প্রথম দক্ষিণ কোরিয়ার ছবি হিসাবে অস্কারের দৌড়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল এই ছবি।

আগামী ৯ ফেব্রুয়ারি এ অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তার আগে জেনে নিন ৯২তম অস্কারের মনোনয়ন তালিকা-

সেরা চলচ্চিত্র: ফোর্ড বনাম ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো র‌্যাবিট, জোকার, লিটেল ওমেন, ওয়ান্স আপন আ টাইম ইন...হলিউড, ম্যারিজ স্টোরি, প্যারাসাইট, ১৯১৭।

সেরা পরিচালক: মার্টিন স্কোরসেসে (দ্য আইরিশম্যান), টোড ফিলিপস (জোকার), স্যাম মেন্ডিস (১৯১৭), কুয়েন্টিন ট্যারান্টিনো (ওয়ান্স আপন আ টাইম.. ইন হলিউড), বং জুন হো (প্যারাসাইট)

সেরা অভিনেত্রী: সিন্থিয়া এরিভো(হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারেজ স্টোরি), সোইর্স রোনান (লিটল উইমেন), শার্লিজ থেরন (বোম্বশেল), রেনে জেলওয়েগার( জুডি)

সেরা অভিনেতা: অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড), অ্যাডাম ড্রাইভার (ম্যারেজ স্টোরি), জোয়াকিম ফিনিক্স (জোকার), জোনাথান প্রাইস (দ্য টু পোপস)

সেরা পার্শ্ব-অভিনেত্রী: কেথি বেটস (রিচার্ড জুয়েল), লরা ডার্ন (ম্যারেজ স্টোরি), স্কারলেট জোহানসন (জোজো র‌্যাবিট), ফ্লোরেন্স পিউ (লিটল ওমেন), মার্গট রবি (বোম্বশেল)।

সেরা পার্শ্ব-অভিনেতা: টম হ্যাঙ্কস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড), অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস), আল পাচিনো (দ্য আইরিশম্যান), জো পেস্কি (দ্য আইরিশম্যান), ব্র্যাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন...হলিউড)।

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: প্যারাসাইট (সাউথ কোরিয়া), পেইন অ্যান্ড গ্লোরি (স্পেইন), লা মিজারেবলস(ফ্রান্স) কোরপাস ক্রিস্টি (পোল্যান্ড)। সূত্র: সিএনএন