• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

৫০০ ডলারে মালয়েশিয়া, শাহজালালে প্রতারক আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ জুন ২০২১  

৫০০ মার্কিন ডলারের বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম ওমর ফারুক হেলালী রাকিব (২৬)।

শনিবার (৫ জুন) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে এক সাধারণ যাত্রীর সঙ্গে প্রতারণা করার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, শাহ আলম প্রদীপ নামের এক যাত্রীকে ৫০০ মার্কিন ডলারের বিনিময়ে মালয়েশিয়া পাঠানোর জন্য মৌখিকভাবে চুক্তি করেন অভিযুক্ত ওমর ফারুক হেলালী রাকিব। পরে রাকিব শনিবার তাকে পাসপোর্ট এবং ৫০০ ডলারসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাকতে বলেন।

সে অনুযায়ী প্রদীপ বিমানবন্দরে উপস্থিত হলে পাসপোর্ট এবং ৫০০ মার্কিন ডলার নিয়ে নেন অভিযুক্ত রাকিব। এরপর প্রদীপকে ১ নম্বর টার্মিনালের সামনে অপেক্ষা করতে বলে সরে পড়ার চেষ্টা করেন তিনি। এ সময় এপিবিএন তাকে আটক করে।

এপিবিএন এর এই কর্মকর্তা বলেন, ভাইয়ের ছেলের মাধ্যমে প্রতারক রাকিবের সঙ্গে প্রদীপের পরিচয়। আজ তার মালয়েশিয়া যাওয়ার কথা। প্রতারক রাকিবের কথা অনুযায়ী পাসপোর্ট এবং ৫০০ ডলার নিয়ে তিনি বিমানবন্দরে হাজির হন। এয়ারপোর্টে এসে প্রতারককে ডলার দিতেই পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে প্রদীপ জানতে পারেন পুরোটাই প্রতারণা। প্রতারক রাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে এপিবিএন।