• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

৩৯তম বিসিএসের ফল প্রকাশ, ৪৭৯২ চিকিৎসককে নিয়োগের সুপারিশ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯  


চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৪৭৯২ জনকে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ পরীক্ষায় সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশভাবে করা শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশ করা প্রার্থীর সংখ্যা ২৫০ জন।

গত বছরের ৩ আগস্ট ৩৯তম বিশেষ বিসিএসে এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সহকারী সার্জন পদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিলো ৩২ হাজার ৫৬৮ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ছিলো ৫ হাজার ১৪৫ জন। এরমধ্যে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জন্য প্রার্থী উত্তীর্ণ হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০১৮ সালের ১০ অক্টোবর শুরু হয়।

ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাচ্ছে।