• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

৩১ জুলাই শুরু হচ্ছে ঢাবি ভর্তি পরীক্ষা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

করোনা (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং চলমান লকডাউন পরিস্থিতি বিবেচনা করে পিছিয়ে নেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষা। আগামী ৩১ জুলাই ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের পরীক্ষার আয়োজন। 

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হওয়া জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ইন্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ডিন অধ্যাপক ড. হাসানুজ্জামান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

কবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা সে বিষয়টি জানিয়ে তিনি বলেন, আগামী ৩১ জুলাই চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ পরে ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনটের ভর্তি পরীক্ষা ও ১৪ আগস্ট সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে এই সময়ের মধ্যে পরীক্ষা নেয়া সম্ভব নয় বলে এমন সিদ্ধান্ত নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।