• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

১৫তম নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৯  

আগামী ১২ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার শুরু হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ১৫তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে ১২ নভেম্বর থেকে। এ পরীক্ষায় অংশ নেবেন স্কুল ও কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার ৩৪৫ জন চাকরিপ্রত্যাশী। এদের মধ্যে রয়েছেন- স্কুল পর্যায়ে ১০ হাজার ৯৬৮ জন, স্কুল-২ পর্যায়ে ৭৭০ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৬০৭ জন। বন্ধের দিন ছাড়া অফিস কার্যদিবসগুলোতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে এনটিআরসিএর একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ১৫তম নিবন্ধন পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে।

তিনি জানান, মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সোমবার (৪ অক্টোবর) এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সকল প্রার্থীর মোবাইলফোনে মৌখিক পরীক্ষার নির্ধারিত দিন উল্লেখ করে এসএমএস পাঠানো হবে। পরীক্ষা শেষে পরবর্তী এক মাসের মধ্যে ১৫তম নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এর আগে ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গেল ২৬ ও ২৭ জুলাই। এতে অংশ নেন ১ লাখ ২১ হাজার ৬৬০ জন। এর আগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় গেল ১৯ এপ্রিল। এতে উত্তীর্ণ হয়েছিলেন ১ লাখ ৫২ হাজার প্রার্থী।