• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

১২ বছরে দেশের অনেক পরিবর্তন করেছে সরকার: পরিকল্পনামন্ত্রী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

পরিকল্পনামন্ত্রী এম এ মন্নান বলেছেন, বর্তমান সরকার বিগত ১২ বছরে দেশের অনেক পরিবর্তন করেছে। সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে দেশকে বিশ্বমঞ্চে সম্মানের স্থানে নিয়ে এসেছেন।

বৃহস্পতিবার সকালে বরিশাল সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা-২০২১ উপলক্ষে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনশুমারি ও গৃহগণনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছেন- এমন কর্মীদের আমরা সাতদিনের মধ্যে পারিশ্রমিক দেব। আগের মতো তাদের আর টাকার জন্য ঘুরতে হবে না।

এ সময় বরিশালের উন্নয়নমূলক কাজগুলোকে বাধামুক্ত করার কথা জানান পরিকল্পনামন্ত্রী। একই সঙ্গে মন্ত্রণালয়ে বরিশাল সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ অনুমোদনের আশ্বাস দেন তিনি।

বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রমুখ।