• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

হাসপাতালের বিছানায় বসেই গাইলেন ‘জীবনের গল্প আছে বাকি অল্প’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২০  

গত বছরের সেপ্টেম্বর মাস থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। অনেক দিন কোনো গান শোনাতে পারেননি তিনি। তার ভক্তদের জন্য সুখবর হলো আজ রবিবার সকালে প্রিয় মানুষদের কাছে পেয়ে তিনি গান শুনিয়েছেন।

আজ সকালে এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস তার ফেসবুকে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, বিছানায় বসে এন্ড্রু কিশোর কণ্ঠে তুলেছেন ‘জীবনের গল্প’ গানটি। ৪০ সেকেন্ডের সেই ভিডিওতে এন্ড্রু কিশোরকে হাসি মুখেই দেখা যাচ্ছে।এদিকে, বরেণ্য এই সংগীতশিল্পীর চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য আজ রবিবার জমকালো এক কনসার্টের আয়োজন করা হচ্ছে।

কনসার্টে অংশ নিতে এরই মধ্যে সিঙ্গাপুর পৌঁছেছেন শিল্পীরা।সন্ধ্যায় ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের জালান বুকিত মেরাহর গেটওয়ে থিয়েটারে। এতে গান গাইবেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, মিতালী মুখার্জি ও এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস।