• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

হাতিরঝিলে শিপন হত্যায় গ্রেফতার ৩

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

রাজধানীর হাতিরঝিলে বেগুনবাড়ি ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে রাকিব হাসনাত শিপন (১৮) নামে এক তরুণকে হত্যা ও মানিক (১৬) নামে আরেক তরুণকে জখম করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার দিবাগত রাতে শিপন হত্যায় জড়িত অভিযোগে তাদের গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য যে, গত রোববার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিলের বেগুনবাড়ি সেতু এলাকায় রাকিব হাসান শিপন (১৮) ও আব্দুর রহমান মানিক (১৬) নামের দুই কিশোর ঘুরতে যায়। একই এলাকায় দুই মোটরসাইকেলে কয়েকজন যুবক আসে। এ সময় তাদের গতিরোধ করে। এক পর্যায়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে শিপন নিহত ও মানিক আহত হয়।

শিপন ও মানিকের বাসা মগবাজারের মধুবাগ এলাকায়। তাদের মধ্যে নিহত শিপন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার হারিয়াপাড়া গ্রামের অটোরিকশাচালক সাইদুল ইসলামের ছেলে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরেই শিপনকে খুন করা হয়েছে।