• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নত হওয়ায় মাদারীপুরে রোড শো

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে মাদারীপুরে 'রোড শো' অনষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সরকারী দপ্তরের ৫০টিরও বেশি গাড়ি নিয়ে এ রোড শো অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল ৪টায় শহরের আছমত আলী খান স্টেডিয়াম থেকে শকুনী লেক, পুরান বাজার, ইটেরপুল হয়ে মস্তফাপুর ঘুরে পুনরায় শকুনী লেক ঘুরে আছমত আলী স্টেডিয়ামে গিয়ে এই রোড শো শেষ হয়।

এই মোটর শোভাযাত্রায় মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদারীপুরে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ সম্পর্কে মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, 'বাংলাদেশের এক অনন্য অর্জন করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে এখন আমাদের দেশ। এর পিছনে চালিকা শক্তি এ দেশের জনগণ। মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ আত্মনির্ভরতা ও পরিশ্রমী। এর ফলেই আমরা উন্নত একটি দেশের কাতারে উঠতে পেরেছি।'