• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত বখাটে গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  


মাদারীপুরে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে পরিত্যাক্ত টিনসেড ঘরে আটকে রেখে ধর্ষণের চেষ্টা ও মারধরের অভিযোগে আমান কাজী (২৯) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার জলিল কাজীর ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, ‘শহরের শান্তিনগর এলাকায় মাদকাশক্ত আমান কাজী দীর্ঘদিন ধরে ৬ষ্ঠ শ্রেণির ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই সে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতো। গত বৃহস্পতিবার বিকেলে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আমান জোরপূর্বক রাস্তার পাশে একটি পরিত্যাক্ত টিনসেড ঘরে নিয়ে যায়। পরে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী বাধা দিলে তাকে আমান মারধর করে। পরে কৌশলে ওই স্কুলছাত্রী আমানের হাত থেকে পালিয়ে বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা-মাকে জানান এবং ওই দিন রাতেই স্যাভলন পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় গত শুক্রবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা অভিযোগে একটি মামলা দায়ের করেন। এতে আমান কাজীকে আসামি করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে শান্তিনগর এলাকার একটি তালাবদ্ধ টিনসেট ঘরের ভিতর থেকে আমানকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী ওই স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়েকে আমান স্কুলে আসা যাওয়ার পথে বিরক্ত করতো। আমরা তাকে একাধিকবার বারণ করেছি। কিন্তু সে কারো কোন কথা না শুনে বিরক্ত করে যাচ্ছিল। আমান মাদকাশক্ত ছেলে তাই নিজের মেয়ের কথা চিন্তা করে কাউকে প্রথমে কিছু বলিনি। কিন্তু আমান যা করলো এরপর আর বাকি কিছু নেই। আমরা ওই বখাটের সঠিক বিচার চাই।’
এদিকে অভিযোগে বিষয় জানতে চাইলে আমানের বাবা জলিল কাজী বলেন, ‘আমার ছেলেকে নিয়ে যারা এসব বলছে তারা মিথ্যে বলছে। আমার ছেলেকে ফাঁসানো জন্য এমন অভিযোগ দেয়া হচ্ছে।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্লা  বলেন, ‘স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও মারধরের ঘটনা শোনার পরেই স্কুলছাত্রীর বাড়িতে এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। শুক্রবার রাতে আমান নামে এক বখাটের নামে থানায় এজাহার দিলে আমরা রাতেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করি। আসামি কৌশলে বাঁচার জন্য তার বাড়ির পাশেই একটি টিনসেড ঘরে তালা ঝুঁলিয়ে দিয়ে ভিতরে লুকিয়ে ছিল। পরে তালা ভেঙ্গে আমরা আমানকে গ্রেপ্তার করি। 
তিনি আরো বলেন, আমান একজন মাদকাশক্ত ছেলে। ১৫ দিন আগে সে রিহাব থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে এসেছে। এসেই আবার অপকর্মে জড়িয়ে পড়েছে।’