• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের বৈঠক রোববার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০  

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে রোববার বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দিনের প্রথমার্ধে ওই বৈঠক হবে।

সূত্র জানায়, ছুটিতে দেশে এসে করোনা মহামারির কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফ্লাইট জটিলতা নিরসন এবং ভিসা ও আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ সৌদি সরকার বৃদ্ধির পর এবার দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করতেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক হতে যাচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করছে।

এদিকে প্রবাসীদের আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব। একই সঙ্গে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪টি বিশেষ ফ্লাইট পরিচালনারও অনুমতি দেওয়া হয়েছে।