• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সেনাবাহিনীতে লব্ধ জ্ঞান দেশের প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

সেনাবাহিনীতে লব্ধ প্রশিক্ষণ ও জ্ঞান দেশ ও জাতির প্রয়োজনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ২০৪ পদাতিক ডিভিশনের কমান্ডার জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান। খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর নবীন সৈনিকদের মৌলিক প্রশিক্ষণ শেষে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খাগড়াছড়ির দীঘিনালার মাইনী ফরমেশন অ্যাডহক রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নবীন সেনা সদস্যদের উদ্দেশে বলেন, দেশ ও জাতির প্রয়োজনে কঠিন প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেনাবাহিনীতে নিজেদের আলোকিত হওয়ার সুযোগ রয়েছে। আদর্শ ও নির্ভীক সৈনিক হিসেবে নিজেকে নিয়োজিত রাখতে হবে।

আত্মবিশ্বাস নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দক্ষ সেনাসদস্য হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নবীন সদস্যদের শপথবাক্য পাঠ করান ফরমেশন অ্যাডহক ফরমেশন রিক্রুটিং ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে. কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী। ৯ মাসের  প্রশিক্ষণ শেষে ৯৫৯ জন নবীন সদস্য সৈনিক হিসেবে পদাতিক ডিভিশনে যোগ দেয়। ৯ মাসের প্রশিক্ষণে শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে পুরস্কার পান সৈনিক তরিকুল ইসলাম।

এ সময় অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি, কর্নেল মো. মাহবুবুর রহমান, ২৪ পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার লে. কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী, পিএসসি, প্রধান প্রশিক্ষক, ফরমেশন অ্যাডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টার, দীঘিনালাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।