• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

সুযোগ পেলে ভালোকিছুর চেষ্টা করব: সাইফ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৯  


এবারই প্রথম ডাক পেয়েছেন টেস্ট দলে। ভারতের মাটিতে কঠিন চ্যালেঞ্জ হলেও সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার কথা জানালেন সাইফ হাসান। ভারত সফর দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে বাংলাদেশ।

টেস্ট সিরিজ খেলতে শুক্রবার (৮ নভেম্বর) ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন মুমিনুল হক, সাইফ হাসান, সাদমান ইসলাম, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, আবু জায়েদ রাহিরা।

ঘরোয়া ক্রিকেট এবং ‘এ’ দলে দারুণ পারফর্ম করে জাতীয় দলে এসেছেন সাইফ। দেশ ছাড়ার আগে গণমাধ্যমে জানালেন, ‘আত্মবিশ্বাস আছে যদি সুযোগ যদি পাই দেশের হয়ে ভালো কিছু করব। চেষ্টা করব ফর্মটা টেনে নেওয়ার। প্রতিটি ম্যাচ ধরে ভালো খেলার চেষ্টা করব।’

সাকিব-তামিমকে ছাড়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপ কিছু দুর্বল থাকবে। অভিজ্ঞদের ছাড়া সফরকারীরা তরুণদের ব্যাটের দিকেই তাকিয়ে বলে মানেন সাইফ। তিনি আরও জানান, ‘আমরা যদি সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব। ভারতে দিবারাত্রির একটি টেস্ট খেলতে হবে। গোলাপি বলে আমরা কখনও দেখিনি। ভারতে গিয়ে যত দ্রুত সম্ভব আমাদের মানিয়ে নিতে হবে।’

১৪ নভেম্বর ইন্দোরে প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২২ নভেম্বর কলকাতায় সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে দিবারাত্রির। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত।