• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

সিদ্ধিরগঞ্জের সহিংসতায় বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১  

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দলের যুগ্ম সম্পাদক মোফাজ্জল হোসেন আনোয়ার, বিএনপির সমর্থক মো. মামুন মিয়া, ফারুক হোসেন ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাই রাজুর ভাতিজা নুর উদ্দীন নুরু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, আসামিদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত প্রত্যেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে সহিংসতার ঘটনায় রূপগঞ্জ ও  সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ, র‌্যাব ৭টি মামলা করে। পরে ঢাকা আহসান গ্রুপের এজি প্রোপার্টিজ ডেভেলপমেন্টস লি. এর সিনিয়র এক্সিকিউটি সোহেল আহমেদ ও বিআরটিসি যাত্রাবাড়ী বাস ডিপো’র পরিযান পরিদর্শক হুমায়ুন আজাদ খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় আরো ২টি মামলা করেন। এখন পর্যন্ত মোট ৯টি মামলায় বিএনপি, জামায়েত নেতাসহ ১৬৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো প্রায় ৩ হাজার ৭০০ জনকে আসামি করা হয়েছে।