• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সালমানকে সিনেমা প্রদর্শকদের চিঠি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২১  

সালমান খানের সিনেমা মানে হলে হলে উৎসব। করোনার এই দুঃসময়ে তাই তার ছবি হাতছাড়া করতে নারাজ প্রদর্শকরা। আর এ কারণে ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে সালমানের পরবর্তী ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর মুক্তির আবেদন জানিয়েছেন তারা।

শোনা যাচ্ছিল, করোনা পরিস্থিতির কারণে বলিউডের অন্যান্য বড় বাজেটের ছবির মতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে ‘রাধে’। কিন্তু প্রদর্শকদের বিশ্বাস, সালমানের ছবির হাত ধরেই নতুন বছরের বক্স অফিসের হাল ফিরবে। আর তাই ভাইজান হিসেবে খ্যাত সালমানকেই সরাসরি চিঠি লিখেছেন তারা।

এতে উল্লেখ করা হয়েছে, সালমানের ছবি অনেক বছর ধরে সিনেমাহলে দর্শক নিয়ে এসেছে; তাই এই কঠিন পরিস্থিতিতে আরও একবার ঘুরে দাঁড়াতে তার সাহায্যপ্রার্থী হল মালিক ও প্রদর্শকরা।

তাদের ভাষ্য, ‌‘‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ এমন একটি ছবি যা প্রেক্ষাগৃহকে পুনরুজ্জীবিত করে তুলতে পারে।’’ তবে সালমান নাকি আপাতত এসব কিছুই ভাবছেন না।

জন্মদিনে ছবি মুক্তির প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘এখন মানুষের সুরক্ষাটাই সবচেয়ে আগে। সৃষ্টিকর্তা না করুন, থিয়েটারে গিয়ে যদি কারও কিছু হয়, সেটা আমরা কেউই মেনে নিতে পারব না।’

সালমানের এমন মন্তব্য আগেই জেনেছিলেন প্রদর্শকরা। তাই চিঠিতে দিয়েছেন পাল্টা যুক্তিও। জানিয়েছেন, সিনেমা হলে গিয়ে কেউ কোভিড আক্রান্ত হয়েছে, এমন ঘটনা পৃথিবীর কোনও প্রান্তে এখনও পর্যন্ত শোনা যায়নি। এমনিতেই দর্শকদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তারা।

ধারণা করা হচ্ছে, ‌‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ আসছে ঈদে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা। এটি যৌথভাবে প্রযোজনা করছেন সালমান, সোহেল খান ও অতুল অগ্নিহত্রি।