• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সাধের রোনালদোকে বিক্রি করে দেবে জুভেন্টাস!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের ফলে থমকে গেছে সারাবিশ্ব। বাদ নেই ক্রীড়াঙ্গনও। থমকে গেছে ইউরোপিয়ান ফুটবলের সব কার্যক্রম। এতে বড় অংকের ক্ষতির সম্মুখীন হয়েছে বড় ক্লাবগুলো। দলের ফুটবলারদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে তারা। জুভেন্টাসও এর ব্যতিক্রম নয়। দলটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চলমান সংকটে তার বেতন দিতে বেশ বেগ পেতে হচ্ছে তুরিনের ক্লাবটির। এমতাবস্থায় ক্ষতি কাটিয়ে উঠতে আসছে দলবদলের বাজারে রোনালদোকে বিক্রি করে দিতে পারে তারা। 

করোনাভাইরাসের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতেই বড় ধস দেখা দিয়েছে। ইউরোপের দেশগুলোর মাঝে সবচেয়ে খারাপ অবস্থা ইতালিতে। এরইমধ্যে সেখানে মারা গেছেন কয়েক হাজার মানুষ। সংকটময় পরিস্থিতিতে ইতালির লিগ 'সিরি আ' বাতিলের কথাও উঠেছে। ক্লাবের আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে রোনালদোসহ জুভেন্টাসের প্রায় সব ফুটবলারই জুন পর্যন্ত বেতনের ৯০ ভাগ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

তবে চলতি মৌসুমে যদি মাঠে লিগ না গড়ায় তাহলে বেতন কাটার অর্থ দিয়েও জুভেন্টাস তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবে না। তাই বাধ্য হয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো দলের কাছে রোনালদোকে বিক্রি করে দিতে পারে তুরিনের বুড়িরা। 

এর আগে ২০১৮ সালে ১০০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আসেন রোনালদো। জুভেন্টাসের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রতি সপ্তাহে ৫ লাখ পাউন্ড বেতন নেন তিনি। বছরের হিসেবে যা প্রায় ২৭ মিলিয়ন পাউন্ড! চলতি মৌসুম বাতিল হয়ে গেলে আগামী মৌসুমে রোনালদোকে এতো অর্থ বেতন দিয়ে রাখা কঠিন হয়ে পড়বে জুভেন্টাসের জন্য। 

ইতালির এক সংবাদ মাধ্যম সিআইইএস নামের ফুটবল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানের মতে, করোনাভাইরাসের প্রভাবে আগামী দলবদলের বাজারে ফুটবলারদের দাম ২৮ শতাংশ কমে যাবে। রোনালদোকে ধরে রাখতে না পারলে তাই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের কোন দলের কাছে ৬০ থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডেই বিক্রি করে দিতে পারে তারা।  এছাড়া ওয়েলস তারকা অ্যারন র‍্যামসিকেও ছেড়ে দিতে পারে জুভরা।