• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সন্ত্রাসী রাজনীতির প্রায়শ্চিত্ত করছে বিএনপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

দেশের জনগণ অনেক সচেতন, তাদের ধোঁকা দেয়ার কোনো সুযোগ নেই। কোন রাজনৈতিক দল কী চায়, কারা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চেয়েছিল তা বুঝতে পেরেছে।

জনগণের ওপর আস্থা নেই বলেই বিএনপি পেট্রোল সন্ত্রাস করে ক্ষমতায় যেতে চেয়েছিল। এ কারণে জনসমর্থন হারিয়েছে দলটি। তারা এখন সেই আগুন সন্ত্রাসের প্রায়শ্চিত্ত করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

তারা বলেন, ২০১৫ সালে লাগাতার ৯২ দিন অবরোধের নামে জামায়াত-বিএনপির ক্যাডার বাহিনী জ্বালাও-পোড়াও কর্মকাণ্ড চালায় সারাদেশে। এতে নারীসহ দুই শতাধিক নিরীহ মানুষ নিহত এবং আরো কয়েকশ’ মানুষ আহত হয়। সেই ইতিহাস মানুষ এখনো ভুলতে পারেনি।

বিএনপি ক্ষমতায় থাকাকালীন হাওয়া ভবন তৈরি করে লুটপাট করেছিল। তারা দেশেকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। এভাবে তারা দেশের কতটা ক্ষতি করেছিল তার বড় প্রমাণ পাওয়া যায় ২০০৮ সালের ৩ নভেম্বর ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের ওয়াশিংটনে পাঠানো একটি বার্তায়। ওই বার্তায় তারেক রহমানের বিরুদ্ধে লাগামহীন ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও ক্ষমতার যথেচ্ছা অপব্যবহারের কথা উল্লেখ ছিল। পরবর্তীতে উইকিলিকসের মাধ্যমে বার্তাটি ফাঁস হয়, যার বিবরণ ২০১৪ সালের ২২ ফেব্রুয়ারি দেশের কয়েকটি পত্রিকায়ও প্রকাশিত হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অপপ্রচারে লিপ্ত হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। এই দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।