• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

সংসদ টিভিতে আজ যেসব ক্লাস হবে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে 'আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে।

মাধ্যামিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পাঠানো রুটিন অনুযায়ী, সংসদ টিভিতে আজ বুধবার (১ এপ্রিল) সকাল ৯টা থেকে ক্লাস সম্প্রচার করা হবে। সকাল ৯ টা ৫ মিনিট থেকে ৯ টা ২৫ মিনিট পর্যন্ত ষষ্ঠ শ্রেণির ইংরেজি এবং ৯ টা ২৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ক্লাস প্রচার করা হবে।

সকাল ৯ টা ৫০ মিনিট থেকে ১০ টা ১০ মিনিট পর্যন্ত সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ১০ টা ১০ মিনিট থেকে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত সপ্তম শ্রেণির বিজ্ঞান ক্লাস প্রচার করা হবে।

সকাল ১০ টা ৩৫ মিনিট থেকে ১০ টা ৫৫ মিনিট পর্যন্ত অষ্টম শ্রেণির গণিত এবং ১০ টা ৫৫ মিনিট থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত অষ্টম শ্রেণির ইংরেজি ক্লাস প্রচার করা হবে।

বেলা ১১ টা ২০ মিনিট থেকে ১১ টা ৪০ মিনিট পর্যন্ত নবম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ১১ টা ৪০ মিনিট থেকে ১২ টা পর্যন্ত নবম শ্রেণির গণিত ক্লাস প্রচার করা হবে। শিক্ষার্থীরা সংসদ টিভিতে এসব ক্লাস দেখতে পারবেন।